প্রশ্নপত্র ফাঁস ও মাদক ইস্যুতে ধামইরহাটে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে থানার ট্রাঙ্ক ভেঙ্গে প্রশ্নপত্র চুরি এবং মাদক ব্যবসয়ী ও সেবীদের দৌরাত্ম বৃদ্ধিসহআ ইনশৃঙ্খলার চরম অবনতি ঘটনায় থানার ওসি সহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ২১ জুন শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরের সামনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে থানা হেফাজতে থাকা এইচ এস সি ২০২৫ এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবী জানায় ছাত্র জনতা।এ সময় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন এছাড়া ও বক্তারা ধামইরহাটের আইনশৃঙ্খলা অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধামইরহাট থানা পুলিশের দ্বায়িত্ব হীনতার অভিযোগে ওসি আব্দুল মালেকসহ সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানানো হয়।