সরিষাবাড়ীতে যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নিধন

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীতে অবাধে পোনা মাছ নিধন চলছে। এ বিষয়ে কার্যকর কোনো তদারকি নেই। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যমুনা নদীতে মাছ ডিম ছাড়তে শুরু করেছে। কিন্তু এরই মধ্যে কিছু অসাধু পোনা শিকারি নথি জাল ব্যবহার করে অবৈধভাবে পোনা মাছ শিকার করছে।
উপজেলার সাতপোয়া, পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন স্থানে এই পোনা নিধন অব্যাহত রয়েছে। এ যেন দেখার কেউ নেই। এভাবে যদি অবাধে মাছের ডিম ও পোনা নিধন চলতে থাকে, তাহলে নদী-নালা, খাল-বিলে বর্ষার পানিতে প্রাকৃতিকভাবে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হবে। হারিয়ে যাবে নদীর মাছের অভয়াশ্রম।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক বলেন, “গত ১৮-০৬-২৫ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়েকটি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, “খুব শিগগিরই আবারও অভিযান পরিচালনা করা হবে।
উপজেলার সাতপোয়া, পোগলদিঘা, আওনা ও পিংনা ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন স্থানে এই পোনা নিধন অব্যাহত রয়েছে। এ যেন দেখার কেউ নেই। এভাবে যদি অবাধে মাছের ডিম ও পোনা নিধন চলতে থাকে, তাহলে নদী-নালা, খাল-বিলে বর্ষার পানিতে প্রাকৃতিকভাবে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হবে। হারিয়ে যাবে নদীর মাছের অভয়াশ্রম।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক বলেন, “গত ১৮-০৬-২৫ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়েকটি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, “খুব শিগগিরই আবারও অভিযান পরিচালনা করা হবে।