গোয়াইনঘাটে ইজি বাইক শ্রমিকদের শপথ ও পরিচিতি সভা

গোয়াইনঘাট উপজেলার থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গোয়াইনঘাট শহীদ মিনার স্টপিজ প্র শাখা-০২ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার, ২১ জুন, বেলা ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমাম উদ্দীন। শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা অটো বাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন আলম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিন, সিলেট জেলা অটো ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিন আলম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দীন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, এছাড়াও অনুষ্ঠানে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলায় শ্রমিকদের সুবিধার্থে স্টপিজের জন্য নির্দিষ্ট একটি জায়গা বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।