← Back to News

বেলকুচিতে পৌর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

June 22, 2025 National
বেলকুচিতে পৌর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর বিএনপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম আজম, মাহমুদুল হাসান সান্টু, বনি আমিন, শফিকুল ইসলাম শফি, হাজী আকছেদ আলী প্রামানিক প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন মামুন হোসেন বরাদ, সুলতান মাহমুদ, মনোয়ার চৌধুরী বাবু, হাজী মোহাম্মদ আলী ভূইয়া, রিজন আহমেদ বিজয়, রাজিব হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহিদুল হক মুক্তা।