গোয়াইনঘাটে মরহুম আব্দুল মালিক স্মরণে বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সদ্যপ্রয়াত ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল মালিকের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগনা বাজার মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “মরহুম আব্দুল মালিক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী এবং জনদরদী রাজনীতিক। তিনি আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।