← Back to News

বগুড়ায় রিকশাচালক শাকিলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবি

June 22, 2025 National
বগুড়ায় রিকশাচালক শাকিলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবি
বগুড়ায় ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিকশাচালক বাবা শাকিলকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) দুপুরে শহরের সাতমাথা এলাকায় নিহত শাকিলের পরিবার ও শিববাটী এলাকার বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন এনসিপি বগুড়া জেলার সংগঠক শওতক ইমরান এবং সঞ্চালনায় ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সদস্য সচিব সাকিব খান। বক্তব্য রাখেন নিহত শাকিলের মা, স্ত্রী মালেকা, বোন আশা খাতুন ও মনিশা, স্থানীয় বাসিন্দা শাওন, সহিদুল ইসলাম, ফরহাদ, সাফিসহ অনেকে। বক্তারা বলেন, “শাকিল হত্যার মূল অভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতুকে গ্রেপ্তার করা হলেও মামলার অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, “নিহত শাকিলের পরিবার চরম মানবেতর জীবন যাপন করছে। তারা এখন ন্যায়বিচারের আশায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছে। আমরা খুনি জিতু ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানাই।