← Back to News

বেলকুচিতে ছাতু খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরও দুইজন

June 22, 2025 National
বেলকুচিতে ছাতু খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে আরও দুইজন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামে ছাতু খেয়ে মোছাঃ তানহা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে নুরজাহান ও মিথিলা নামের দুই নারীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নুরজাহান ও মিথিলা ঘরে রাখা ছাতু খাচ্ছিলেন। সে সময় শিশু তানহা খেতে চাইলে তার মা ছালমা খাতুন মুখে তুলে দেন। ছাতু খাওয়ার কিছুক্ষণ পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মৃত তানহার নানী মমতা খাতুন বলেন, একই ছাতু খেয়ে দুইজন হাসপাতালে, অথচ প্রশাসন শুধু শিশুর লাশ কাটতে চায়। তারা ছাতু ও খাওয়ার পাত্র পরীক্ষা করলেই সত্য জানা সম্ভব। এদিকে পুলিশ লাশ নিতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ না থাকায় সাক্ষ্য নিয়ে দাফনের অনুমতি দেয় পুলিশ।
উল্লেখ্য, একই বাড়িতে দুই বছর আগেও স্যালাইন খেয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।