← Back to News

নাদিয়ার লাশ উদ্ধার, হত্যার তদন্ত চলছে, পুলিশ অভিযান চালাচ্ছে

June 22, 2025 National
নাদিয়ার লাশ উদ্ধার, হত্যার তদন্ত চলছে, পুলিশ অভিযান চালাচ্ছে
যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার রাজিব আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, নাদিয়া বৃহস্পতিবার সকাল বাড়ির পাশে খেলছিল। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরের ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।