← Back to News

গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

June 22, 2025 National
গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের খাজুরিয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি বলেন, “আমরা যারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি, তাদের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত—দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেকে ও দেশকে এগিয়ে নেওয়া। ভালোবাসা দিয়েই মানুষের হৃদয় জয় করতে হবে এবং বোঝাতে হবে যে ধানের শীষই আগামী বাংলাদেশের একমাত্র সম্ভাবনা। গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন জিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী পারুল বেগম, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কালু প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও সংহতির বার্তা বিনিময় করেন সকলে।