← Back to News

-টুঙ্গিপাড়ায় কুশলি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

June 22, 2025 National
-টুঙ্গিপাড়ায় কুশলি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১ নম্বর কুশলি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় কুশলি ইউনিয়ন পরিষদের পাশের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে আয়োজিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংগঠনিক অধিবেশন।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। তিনি তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং দলীয় নেতাকর্মীদের জনমানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের। তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় ঐক্য এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সালাউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুশলি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির ফকির। তিনি বলেন, “দলকে সুসংগঠিত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখব।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অধিবেশন শেষে নতুন ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মতামত গ্রহণ করা হয়।