জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এ দেশে অনেক শিক্ষিত তরুণ আছে, যারা বিভিন্নভাবে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কিন্তু তারা সঠিকভাবে সেই সুযোগ পাচ্ছে না। তাই এসব তরুণের জন্য সরকারকে আরও সুযোগ সৃষ্টি করতে হবে। যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে এই তরুণরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ অনেক বেশি অগ্রসর হবে।
বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় ছাত্রসমাজ জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় ছাত্রসমাজ জয়পুরহাট জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাশেদের সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া-৩ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির অন্যতম নেতা নূরুল ইসলাম তালুকদার, জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন ও জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম খান জুয়েল।
এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আ স ম মোক্তাদির তিতাস। বিশেষ বক্তা ছিলেন- জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, মো. তনু মোস্তফা, মো. অর্ণব চৌধুরী, মো. শাহরিয়ার রুবেল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তনু, ইব্রাহিম খলিল ও মো. আরিফ আলী এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি মো. ইউসুফ আলী। এছাড়াও স্থানীয় ছাত্রসমাজ নেতারা এ সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয়পর্বে গোলাম কিবরিয়া জনিকে ছাত্রসমাজ জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটির সভাপতি, শামীম ইশতিয়াক জেমকে সাধারণ সম্পাদক ও রাতুল হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
-চি/নাবিলা