উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা পয়েন্ট ৫ কমেছে।
(৫ নভেম্বর) শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
(৪ নভেম্বর) বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ শুক্রবার তেঁতুলিয়ায় পয়েন্ট ৫ কমে সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে দিনভর আবহাওয়া গরম থাকলেও ভোরে শীত অনুভূত হচ্ছে। তবে সকালে সূর্য ওঠার সাথে সাথে গরম লাগছে।