কাতার আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে ।
(৪ নভেম্বর) স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সফিকের পরিচালনায় এ সভা হয়।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সম্পাদক এম সাইফুল আলম, কাতার আওয়ামী লীগের উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফ, সহ-সভাপতি মাহবুবর রহমান চৌধুরী বাবু, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি মোখলেসুর রহমান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক এম এ সালাম, কাতার যুবলীগের সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু প্রমুখ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।