বিশ্বে বাংলাদেশই প্রথম করোনামুক্ত হবে এবং দ্বিতীয়বার এ দেশে করোনা বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন করোনা কিট আবিষ্কারক ড. বিজন কুমার শীল।
বুধবার (৩ নভেম্বর) বিকালে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ড. বিজন কুমার শীল বর্তমানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
মতবিনিময় কালীন অধ্যাপক বিজন কুমার বলেন, করোনাভাইরাসের নিয়মিত মিউটেশন (রূপ বদলানো) ঘটছে। বাংলাদেশে সংক্রমণ অনেক কমে এসেছে। আমি আগেই বলেছি, বাংলাদেশই প্রথম করোনা মুক্ত হবে। আর দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা করছি না।
করোনার ভয়াবহতা থেকে রক্ষায় বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করছেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় সকলকে মাস্ক পরার প্রতি গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী করোনার প্রভাব বিস্তার রোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গতবছর গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে করোনা শনাক্তকারী কিট উদ্ভাবক টিমের প্রধান হিসেবে কাজ করে আলোচনায় আসেন।