ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ।
বিএসএফের নির্যাতনে আহত যুবরেক নাম রুহুল আমিন। তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী ভেলাপুকুর গ্রামের আক্কেল আলীর ছেলে। তাকে উদ্ধার করে জেলা সদরের একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত রুহুল অমিনের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে রুহুল আমিন কাঁঠালডাঙ্গী সীমান্তের ৩৭৪ নং পিলার এলাকায় মহিষ নিয়ে নিজস্ব জমিতে হালচাষ করতে যান। কিছুক্ষণ হালচাষ দেওয়ার পর ভারতের কিশানগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়।
এক পর্যায়ে রুহুল আমিন অজ্ঞান হলে তাকে সেখানেই ফেলে রেখে যায় তারা। এ ঘটনার পর কোনোভাবে প্রাণ নিয়ে বাসায় ফিরে রুহুল। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য জেলা শহরের একটি বে-সরকারি ক্লিনিকে ভর্তি করে।
৫০ বিজিবির অধিনায়ক এসএম মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানাতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।