মহামারি করোনা থেকে রক্ষার জন্ন্য টিকা চলে এলেও পৃথিবীর প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। কিছুতেই সংক্রমণ ও মৃত্যু থামছেই না টিকা কার্যক্রম চললেও।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্ত কিছুটা বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৭ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২৮ জন।
এর আগে সোমবার (১ নভেম্বর) মৃত্যু হয়েছিল ৪ হাজার ৫৯৫ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ১১৩ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার ৫৬৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৫৪৮ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬১৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ২২ হাজার ১৪০ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৮১ জনের।