২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিবিসি জানাচ্ছে, এই প্রথম কোন দেশ এমন প্রতিশ্রুতি দিল। শূন্যের কোঠা বা কার্বন নিরপেক্ষতা মানে নিয়ে যাওয়া মানে বায়ু মন্ডলে আর গ্রীণ হাউস গ্যাস যোগ হবে না।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গ্লাসগো জলবায়ু সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া মোদি আরও পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছেন ।
আগেও অন্যান্য প্রধান দূষণকারী দেশগুলোর মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি ভারত। চীন, ইইউ’র পর বিশ্বের অন্যতম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ ভারত।
চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পরে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশ।কিন্তু এর বিশাল জনসংখ্যার দেশ মাথাপিছু নির্গমন বিশ্বের অন্যান্য প্রধান অর্থনীতির দেশের তুলনায় তুলনায় অনেক কম।
ভারত ২০১৯ সালে জনসংখ্যার প্রতি মাথাপিছু ১ দশমিক ৯ টন কার্বন ডাই অক্সাইড নির্গত করেছে, সেই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫.৫ টন এবং রাশিয়ার জন্য ১২.৫ টন নির্গমন করেছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মোদির ঘোষণা অনুযায়ী ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা কতটা কার্যকর হবে পৃথিবীর জন্যে তা নিয়ে সন্দেহ রয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এবারের সম্মেলনের লক্ষ্য ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নিয়ে আসা। তবে নরেন্দ্র মোদি আরো ২০ বছর পিছিয়ে ২০৭০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা জানালেন।