নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য থেকে জনগণের দৃষ্টি সরাতেই দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
দ্রব্যমূল্যের লাগামাহীন ঊর্ধ্বগতি থেকে মানুষের দৃষ্টি সরাতে সরকার পরিকল্পিতভাবে সম্প্রীতি নষ্টেরও অভিযোগ তুলেন বিএনপি নেতারা।জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তারা।রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের পুরো সড়ক জুড়ে অবস্থান নেন ছাত্রদল কর্মীরা। এতে যানচলাচল ব্যাহত হয়। সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, মির্জা আব্বাসসহ মহানগর বিএনপি’র নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য থেকে জনগণের দৃষ্টি সরাতেই দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে।