অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানে সেনা অব্যাহত বিক্ষোভে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নিহত হয়েছেন ৩ জন। তবে, সাধারণ মানুষের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ।অবিলম্বে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভে শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। অবিলম্বে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে, সাধারণ মানুষের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে উত্তাল সুদান। শনিবারও রাজধানী খার্তুমের রাস্তায় সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভে নামেন হাজারো মানুষ। এদিন দেশজুড়ে লাখ লাখ মানুষ শামিল হন আন্দোলনে।
রাজধানী খার্তুমে বিক্ষোভরত মানুষের ওপর গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা জানিয়েছে, রাস্তায় অবস্থান নেওয়া মানুষের ছত্রভঙ্গ করতে শুধু কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
এদিকে, সুদানে ৭০ কোটি ডলার সহায়তা স্থগিতের যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে তার নিন্দা জানিয়েছে দেশটির বেসামরিক নিয়ন্ত্রণ জোট ফোর্সেস অব ফিডম অ্যান্ড চেইঞ্জ এফএফসি। একই সঙ্গে সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানায় তারা।
গত সোমবার প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে ক্ষমতাচ্যুত করে সুদানের নিয়ন্ত্রণ নেয় সামরিক নেতা জেনারেল আবদেল আল বুরহান। এরপর থেকেই দেশটিতে সেনা শাসনবিরোধী বিক্ষোভ শুরু হয়। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়েছেন।