টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলগুলো চমক দেখিয়েছে তারা হলো পাকিস্তান ও ইংল্যান্ড। ওয়ার্নের ফাইনালিস্টের তালিকা থেকে বাদ যাচ্ছে না অস্ট্রেলিয়া ও ভারতও। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন এই দুটি দলকেই এবারের আসরের ফাইনালিস্ট হিসেবে বিবেচনা করছেন।
পাকিস্তান এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে। ইংল্যান্ডও জয় পেয়েছে তিন ম্যাচে। দু’দলের প্রত্যেকটি জয়ই আবার দাপটের সঙ্গে। এই দুই দলই এবার বিশ্বকাপের ফাইনালে খেলবে বলে মনে করেন ওয়ার্ন। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভারতের সঙ্গে শিরোপার লড়াইয়ে উত্তীর্ণ হতে হবে বলে জানান তিনি। অন্যদিকে ইংল্যান্ড ফাইনালে উঠলে অস্ট্রেলিয়াকে শিরোপার প্রতিপক্ষ হিসেবে ভাবছেন কিংবদন্তি এই অজি ক্রিকেটার।
এ সম্পর্কে টুইটারে এক পোস্টে শনিবার (৩০ অক্টোবর) ওয়ার্ন বলেন, আমি বিশ্বাস করি এক নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠবে। অন্যদিকে দুই নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে পাকিস্তান ও ভারত। সে হিসেবে সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে ও অস্ট্রেলিয়া পাকিস্তানকে মোকাবেলা করবে। সেখান থেকে ভারত-পাকিস্তান কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে।
শেন ওয়ার্ন অস্ট্রেলিয়াকে ফাইনালিস্ট বিবেচনা করলেও এক ধাপ এগিয়ে গিয়ে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ তার দেশ শিরোপা জিতবে বলে মনে করেন। যদিও পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়ানোর জন্য বিরাট কোহলিদের ভালো খেলা প্রয়োজন বলে মনে করেন শেবাগ। তা হলেই মিলে যেতে পারে আরাধ্য বিশ্বকাপ শিরোপা। বিরুগিরি ডটকম ফেসবুক শো’তে ক’দিন আগে তিনি বলেন, ভারতই এবারের বিশ্বকাপ জিততে পারে। বিরাট কোহলিদের শুধু একটু ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা সব সময় আমাদের দলকে উৎসাহ দেই। আবার দল যখন হারে তখন তাদের পাশেও থাকতে হবে।
শেবাগ প্রশংসা করেছেন ভারতের বিপক্ষে পাওয়া পাকিস্তানের জয়কেও। অন্যদিকে মুত্তিয়া মুরালিধরনের মতে, এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার বাবর আজমের পাকিস্তান। এ সম্পর্কে আইসিসির এক কলামে মুরালি বলেন, এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দলের কথা যখন বলবেন তখন পাকিস্তানকে উপরে রাখতে হবে। ইতোমধ্যে তারা ভারত ও নিউজিল্যান্ডের মতো দুটি শক্তিশালী দলকে হার উপহার দিয়েছে।