দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় পুরোপুরি সরকারের বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে। রাজধানীতে আলাদা কর্মসূচিতে এ কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ছাত্রদল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানববন্ধন রূপ নেয় জনসমাবেশে। প্রধান সড়কের বেশিরভাগ অংশজুড়ে অবস্থান নেন ছাত্রদল কর্মীরা। এতে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।
মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, জনগণের দৃষ্টি সরাতে সরকারের ইন্ধনে পরিকল্পিতভাবেভাবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার ভোটের কথা ভাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বশস্ত্র প্রতিষ্ঠান দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চান।
দলটির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেন, জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য পূজামণ্ডলে আওয়ামী লীগের কর্মীরা হামলা করছে।
একইদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই সরকার সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, এ ঘটনা ঘটিয়েছে সরকার। উদ্দেশ্য হচ্ছে, এখানে বিএনপিকে জড়িয়ে দিয়ে জনগণের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে ভিন্ন দিকে নিয়ে যাওয়া।
সাম্প্রদায়িক হামলার জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতারা।