নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বসুরহাট পৌরসভায় নবনির্মিত বাইপাস সড়কে। ওই ঘটনায় সিএনজি চালক ও এক শিশু আহত হয়।
রোববার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বসুরহাট বাইপাস সড়কের রামদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শাহজাদপুর গ্রামের বগালা মেস্ত্রি বাড়ির মৃত মতিলাল সূত্রধরের ছেলে নয়ন সূত্রধর (৪৫), একইবাড়ির কান্তি কুমার সূত্রধরের মেয়ে চন্দনা রানী সূত্রধর (২৫) ও শিমুল সূত্রধর (১৭)।
আহতরা হলেন- নিহত চন্দনার ১৮ মাস বয়সী শিশু কন্যা অর্পনা সূত্রধর ও তার ভাই বিধান সূত্রধর (১৯)।
দুর্ঘটনায় নিহত নয়ন সূত্রধরের ভাই জয়ন্ত্র সূত্রধর জানান, তারা সিএনজিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় শাহজাদপুর গ্রামে নিজ বাড়ি আসছিলেন। বসুরহাট বাইপাস সড়ক অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকে ঢাকায় নেওয়ার পথে শিমুল সূত্রধরের মৃত্যু হয়।