আবুধাবিতে ১৬০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান নামিবিয়ার বিপক্ষে। জিততে হলে ১৬১ রান করতে হবে নামিবিয়াকে।
(৩১ অক্টোবর) রোববার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে আফগানিস্তান। দলের হয়ে ৩৩ বলে ৪৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদ। নিজের শেষ ম্যাচে ৩১ রান করেছেন আফগান। শেষ মুহূর্তে আফগান অধিনায়ক নবি খেলেন ১৭ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস। এছাড়াও জাজাই করেছেন ৩৩ রান।
নামিবিয়ার হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন জেন নিকোল। এছাড়াও ট্রাম্পেলম্যান নেন ২ উইকেট এবং স্মিটের ঝুলিতে যায় একটি উইকেট।
আজ দুই দলই ২ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছে। নিজেদের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি হারে টেবিলের দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান। অপরদিকে নামিবিয়া তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে। তাই দ্বিতীয় ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী নামিবিয়ার অধিনায়ক।
নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো দেশের জার্সি গায়ে খেলছেন আফগানিস্তানের আসগর আফগান। শনিবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান আফগান। দেশের হয়ে তিনি ১১৪টি ওয়ানডে, ৬টি টেস্ট ও ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টির সংখ্যাটি গিয়ে থামছে ৭৫- এ। সব মিলিয়ে ১১৫ ম্যাচে তিনি দেশের হয়ে ৪ হাজার ২১৫ রান করেছেন।
তার বিদায়ের সিদ্ধান্তে শুভকামনা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। টুইটারে এক বিবৃতিতে তারা জানিয়েছে, আসগর অবসরের সিদ্ধান্ত নিয়েছে। তাকে এ পথে স্বাগত জানাই। কারণ আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। দেশের হয়ে ও যা করেছে তার প্রতি আমরা কৃতজ্ঞ। তার অভাব পূরণ করা নতুনদের জন্য কঠিনই হবে।