মাদারীপুরে জেলা আইনজীবী সমিতি আদালত প্রাঙ্গণ থেকে একাধিক মামলার আসামি নান্নু মোল্লাকে গ্রেপ্তার করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।
এসময় অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান অভিযোগ করে বলেন, গত শুক্রবার (২৯ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চরলক্ষ্মীপুরে একটি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নান্নু মোল্লাসহ ২৪ জনের নাম উল্লেখ করে কালকিনি থানায় ওইদিনই একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী খগেন্দ্র নাথ মণ্ডল।
তিনি বলেন, ওই মামলায় আদালতে হাজিরা দিতে আজ সকালে আদালতে আসেন নান্নু মোল্লা। এসময় আদালত প্রাঙ্গণ থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুর রশীদের নেতৃত্বে ওই মামলার প্রধান আসামি নান্নু মোল্লাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরই প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করে আইনজীবী সমিতি।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খান আরো জানান, যেকোনো মামলার আসামী আদালতে আসেন আত্মসমর্পণ করতে। কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে আসামী আটক কিংবা গ্রেপ্তারের কোন নজীর দেশের কোথায়ও নেই।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি গ্রেপ্তার ওই আসামির মুক্তির জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে। আদালত থেকে আসামি গ্রেপ্তার হতে পারে, আইনে এমন কিছুই বলা নেই। তাই অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশ সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে আসামি গ্রেপ্তারে অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই আব্দুর রশীদ জানান, একাধিক মামলা থাকায় নান্নু মোল্লাকে এসপি স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। তবে, আদালত প্রাঙ্গণের বাইরে থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।