শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন

৫ জঙ্গি গ্রেপ্তার হলো রাজধানীতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২১ Time View

নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজধানীর কেরানীগঞ্জ থেকে । এ সময় জিহাদি বই ও মোবাইল উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে ।

শনিবার (৩০ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠুন রহমান, সাকিব আল হাসান, মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক।

এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র ও মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জঙ্গিসংশ্লিষ্টতার ব্যাপারে স্বীকার করে ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com