কুমিল্লার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে পোস্ট করায় ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে এফডিসিতে এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
সিটিটিসি প্রধান বলেন কুমিল্লার ওই ঘটনার সঙ্গে কোনো জঙ্গিবাদের যোগসূত্র নেই বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান।
কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, কারও পোস্টের মাধ্যমে সহিংসতা বা সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়লে তাকে গ্ৰেপ্তার করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।
আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ইকবাল ভবঘুরে প্রকৃতির, মানসিক ভারসাম্যহীন না।