সরকারই সাম্প্রদায়িক সহিংসতাকে উষ্কে দিয়ে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এই সুযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি তাদের। একইসঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বেশ কয়দিন ধরেই রাজপথে বিএনপি। বাজার নিয়ন্ত্রণের দাবিতে শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে যুবদল। অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের কারণেই নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। এছাড়া দেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার দায় চাপান ক্ষমতাসীনদের ওপর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার উসকানি দিয়ে বিএনপিকে ফাঁসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এভাবেই তারা ক্ষমতায় টিকে থাকতে চান।
প্রেসক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, দুর্গোৎসবে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটানো হয়েছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার যে ঘটনা এটা বাংলাদেশের সবাই বুঝে, যে সরকারের প্ররোচনায় একটি গোষ্ঠী গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
এদিকে, রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি ও সরকারের পরিবর্তন চায় দেশের জনগণ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, চরম নৈরাজ্য চলছে। লক্ষ্য একটি কীভাবে অর্থ উপার্জন করা যায়। মানুষের মধ্যে একটা কথা আসছে এই পরিবর্তনটা কবে আসবে। আমরা অবশ্যই বের হতে পারব এ জন্য মানুষকে জেগে উঠতে হবে।
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশে মেগা প্রজেক্টের নামে বিভিন্ন খাতে দুর্নীতি চলছে।