বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার পর থেকেই, এর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছে ক্ষমতাসীন দল।
(৩০ অক্টোবর) শনিবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তারা। সম্প্রীতির বন্ধন যাতে কেউ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহবান জানান নেতারা।
রাজধানীর লালবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়, তাদের প্রতিহত করতে হবে। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কামরুল ইসলাম বলেন, অপশক্তি করে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে একটি সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে একটি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে তারা ব্যার্থ হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে যারা নস্যাৎ করতে চায় দেশকে যারা বিভিন্ন অজুহাতে দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে আমরা সাবধান থাকব।
একই দিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্যই বিএনপি এখন নির্বাচন বিমুখ। আর এ জন্যই তারা দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল বার বার বাধা সৃষ্টি করছে এবং তারা আন্দোলন নির্বাচনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক শক্তিতে দেশ ও সরকারে বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। দেশে গণতন্ত্র আছে বলে বিএনপি সরকার সমালোচনা করতে পারছে।
আওয়ামী লীগ পরমতসহিষ্ণু রাজনৈতিক দল বলেই বিএনপি এখনও রাজনীতি করতে পারছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।