চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৪ জনকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার করেছে র্যাব ।
শুক্রবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা ও খুলনার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাঙ্গা গ্রামের ই-কমার্স প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবাইর সিদ্দিক ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিক ওরফে রতন, একই গ্রামের আবু বক্কর সিদ্দিক ও মিনারুল ইসলাম।
র্যাব জানায়, ২০২১ সালের ১৯ অক্টোবর আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় প্রতারণার মামলা দায়ের করেন ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে। ই-কমার্স প্রতিষ্ঠানটি তাদের ওয়েব সাইটে বিভিন্ন ধরনের অফার দেয়। কিন্তু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করেনি। এ ঘটনায় র্যাব-৬ মেহেরপুর গাংনির একটি দল শুক্রবার চুয়াডাঙ্গা ও খুলনার পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের ৪ জন্যকে আটক করে। পরে তাদের অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখায়।
শনিবার তাদের চুয়াডাঙ্গা আমলী আদলেতে সোপর্দ করা হতে পারে বলেও জানায় র্যাব।