টি-টোয়েন্টি বিশ্বকাপে (২৯ অক্টোবর) শুক্রবার টস জিতে বোলিং করতে নেমেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । উইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে শুরুতে আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। তিনি ৬ রানে এভিন লুইসকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করেছেন।
দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। এখন ৪ ওভারে ১৭ রান নিয়ে ব্যাট করছে তারা। ক্রিস গেইল ৪ রান নিয়ে ও রোস্টন চেজ ৫ রান নিয়ে ব্যাট করছেন।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে নেই নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান। উইন্ডিজে বাঁ-হাতি ব্যাটার বেশি বিধায় এ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম, যিনি গত ম্যাচে ব্যাট হাতে ১৯ ও বল হাতে এক উইকেট নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশের ছয় জন ব্যাটার বাঁ-হাতি। এরা হলেন- ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, শিমরন হ্যাটমায়ার, আকিল হোসেন, রভি রাম্পাল। অন্যদিকে ডান হাতি ব্যাটাররা হলেন- রোস্টন চেজ, কেইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার ও ডোয়াইন ব্রাভো।
এত বেশি বাঁ-হাতি ব্যাটার হওয়ায় এ ম্যাচে নাসুম বাংলাদেশের একাদশে নেই। এ সম্পর্কে টসের আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ এ ম্যাচে খেলবে না। তাদের বদলে সৌম্য সরকার ও তাসকিন আহমেদ দলে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজ দলে বেশি বাঁ-হাতি ব্যাটার থাকায় আমরা পেসার নিয়েছি। একই কারণে নাসুমও এ ম্যাচে খেলছে না।
সুপার টুয়েলভের আগের দুটি ম্যাচে হেরে বাংলাদেশ অনেকটাই ব্যাকফুটে। নানাবিদ সমালোচনারও শিকার হচ্ছে টাইগার বাহিনী। তবুও সব কিছু পেছনে ফেলে এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলে সহজ জয় তুলে নিতে চায় মাহমুদউল্লাহ বাহিনী। এ সম্পর্কে রিয়াদ বলেন, আমরা এ ম্যাচে আগে বোলিং করছি। তাদের অনেক লম্বা একটা ব্যাটিং লাইনআপ রয়েছে। আমরা তাদের অল্প রানে বেঁধে ফেলে সহজে টার্গেট অতিক্রম করতে চাই।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে দুই দলই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে মাহমুদউল্লাহ বাহিনীর। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই টিম বাংলাদেশের।
ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মুখোমুখি হয়েছে ১২ বার। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে টাইগাররা। আর ক্যারিবীয়দের জয় ৬ ম্যাচে। ফলাফল আসেনি ১টি ম্যাচে। তাই বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ পরিসংখ্যানে সমতা টানার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত দুবার দেখা হয়েছে দুই দলের। তাতে অবশ্য জয়ের পাল্লাটা সমান-সমান। সমান একটি করে জয় দু’দলেরই।