ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে চীন সীমান্তে ভারত যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক অস্ত্র মোতায়েন করছে।তারা জানায়, ভারত উত্তর পূর্বাঞ্চলের মাঝামাঝি তাওয়াং মালভূমি এলাকায় এই সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে।
এই অঞ্চলটি ভুটান এবং তিব্বতের সংযোগ রয়েছে। এলাকাটি চীনের হলেও এখন ভারতের দখলে রয়েছে।এনডিটিভি জানাচ্ছে, ঐতিহাসিক এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক তাৎপর্য রয়েছে।
১৯৫৯ সালে তিব্বতের আধ্যাত্মিক বৌদ্ধগুরু দালাইলামা ওই এলাকার পাহাড়ি পথ পেরিয়ে ভারতে চলে আসেন। চীনের সামরিক অভিযান থেকে রক্ষা পেতে তিনি এ কাজ করেন। এর প্রায় ৩ বছর পর ওই এলাকায় ভারত-চীনের মধ্যে যুদ্ধ হয়।
এনডিটিভি আরো জানাচ্ছে, এখন যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার,হাউটজার কামান,এছাড়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল এবং নতুন প্রজন্মের গোয়েন্দা নজরদারি ব্যবস্থা এই এলাকায় ভারতীয় সেনাবাহিনীকে বাড়তি শক্তি দেবে।
সামরিক অস্ত্র মোতায়েনের পর একদল সাংবাদিককে সক্ষমতা তুলে ধরতে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় সাংবাদিকদের ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে বলেছেন আর্মার, আর্টিলারি এবং এয়ার সাপোর্টকে একত্রিত করে এই অঞ্চলের সামরিক বাহিনীকে ” অত্যন্ত কর্মদক্ষ করে গোড়ে তোলা হয়েছে আমাদের সেনাকে। যাতে যে কোন মুহূর্তে আমরা দ্রুত কাজে লাগাতে পারি।”
এনডিটিভি জানাচ্ছে, এই এলাকায় ভারত যে সামরিক অস্ত্র মোতায়েন করছে, এই অস্ত্রগুলো চীনের সঙ্গে ভারতের সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধির পর বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেগুলো পেয়ে আসছে ভারত।