প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলন করেন কাতার প্রবাসী বাংলাদেশি ফুটবলার নবাব।শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চার জাতি টুর্নামেন্টকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৪ সদস্যের স্কোয়াডে মাত্র ১৪ জন যোগ দিয়েছেন অনুশীলনে।
অবশেষে কাটল শঙ্কা। যে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল ২৫ অক্টোবর। ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ না দেওয়ায় তা শুরু হলো তিন দিন পর। প্রথমবারের মতো হেড কোচ মারিও লেমোসের অধীনে অনুশীলনে ১৪ ফুটবলার।
ক্যাম্পে যোগ দেওয়া বাকিদের চেয়ে এদিনটা অন্যরকম ওবায়েদুর রহমান নবাবের। এত দিন যা ছিল স্বপ্ন। তা এবার পূরণ হলো। জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলনে কাতার প্রবাসী এই উইঙ্গার। সব ঠিক শ্রীলঙ্কা সফরে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী এই আলোচিত ফুটবলারের।
প্রথম দিন অনুশীলনে গা গরম আর পাসিং ফুটবলে মনোযোগ মারিও লেমোসের। কোনো জাতীয় দলের কোচ হিসেবে এটাই যে তার মাঠে প্রথম অনুশীলন সেশন। জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা এখনো যোগ দেননি ক্যাম্পে। তবে বাংলাদেশের ক্লাব ফুটবলে তিন বছর কোচিং করানো লেমোস চেনেন স্কোয়াডের ২৪ জনের সবাইকে। তাদের নিয়েই টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় কোচের কণ্ঠে।
কোচ মারিও লেমোস বলেন, ’আমি এই দলের সবাইকে চিনি। সবার সামর্থ্য কতটুকু জানি । সাফে খারাপ করেছে দলটা। কিছুটা ক্লান্তও। এসব জিনিস নিয়ে ঘষা-মাজা করছি আমি।’
সাফ ব্যর্থতা ভুলে চার জাতি টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। টুর্নামেন্টে ফাইনালে খেলার সামর্থ্য রাখে বাংলাদেশ। কোচের পরামর্শ মেনেই এগোচ্ছে ফুটবলাররা।
উজবেকিস্তানে খেলা অনূর্ধ্ব-২৩ দল থেকে কমপক্ষে ৬ ফুটবলার টুর্নামেন্ট শেষে যোগ দিবে এই দলে।