দেশে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে, গত দেড় বছরে এই ভাইরাসের কারণে অনেককে প্রাণ হারাতে হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ইউরোলজি চিকিৎসকদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
এসময় দেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কিডনি ট্রান্সপ্লান্টও হচ্ছে। তবে, তা বড় পরিসরে না হওয়ায় প্রতিবছর অনেক রোগী এজন্য বিদেশে যায়। এতে করে অনেক টাকাও বিদেশে যায়। দেশেই আরও বড় পরিসরে এই চিকিৎসার ব্যবস্থা করা দরকার।
কিডনি রোগের বিভিন্ন দিক তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মানুষকে কিডনি রোগের হাত থেকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তাদেরকে জানানোর চেষ্টা হচ্ছে কেন কিডনি রোগ হয়, কিভাবে এই রোগের হাত থেকে মুক্ত থাকা যায়।
ইউরোলজি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, দেশের ৮টি বিভাগে বড় পরিসরে ৮টি চিকিৎসালয় গড়ে তোলা হচ্ছে সেখানে ইউরোলজি চিকিৎসকদের সেবা দেয়ার সুযোগ তৈরির বিষয়ে আন্তরিকভাবে তিনি কাজ করবেন। ইউরোলজিস্টদের পদোন্নতির ব্যাপারেও পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
এদিকে, সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী তিনজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৪৭ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৯৪ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ৫৩৫ জনের।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।