টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সুপার টুয়েলভে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি মাহমুদউল্লাহর দল।
এই ম্যাচে চোটের কারণে খেলা হচ্ছে না উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। এছাড়া বোলিংয়ে নাসুম আহমেদের পরিবর্তে খেলবেন তাসকিন আহমেদ।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে দুই দলই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে মাহমুদউল্লাহ বাহিনীর। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই টিম বাংলাদেশের।
ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মুখোমুখি হয়েছে ১২ বার। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে টাইগাররা। আর ক্যারিবীয়দের জয় ৬ ম্যাচে। ফলাফল আসেনি ১টি ম্যাচে।
তাই বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ পরিসংখ্যানে সমতা টানার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত দুবার দেখা হয়েছে দুই দলের। তাতে অবশ্য জয়ের পাল্লাটা সমান-সমান। সমান একটি করে জয় দু’দলেরই।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।