চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল মসজিদের ইমাম শাহাদাৎ হোসাইনকে (৩৪) যৌতুক মামলায় গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে জুমার নামাজ শেষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর ফকির মাওলানা শাহী জামে মসজিদের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাৎ হোসাইন ওই গ্রামের হাফেজ আহমেদের ছেলে। গত ২৪ অক্টোবর সাতকানিয়া থানায় তার নামে মামলা দায়ের করেন প্রথম স্ত্রী সাফা মারওয়া (২০)।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, যৌতুকের দাবিতে শাহাদাৎ বিভিন্ন সময়ে তার প্রথম স্ত্রীকে নির্যাতন করতেন। পরে স্ত্রীর করা মামলায় থানার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় শাহাদাৎকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।