শুক্রবার (২৯ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মোহাম্মদ নবি বাহিনী তুলেছে ১৪৭ রান। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৪৮ রান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৩ রানের মাথায় দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। শূন্য রানে হজরতউল্লাহ জাজাইয়ের পর ৮ রানে ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদও।
স্কোর বোর্ডে আর ২৬ রান যোগ হতে না হতেই আরও দুই উইকেট খুইয়ে ফেলে মোহাম্মদ নবি বাহিনী। রহমানউল্লাহ গুরবাজ ও আসগর আফগান দুজনেই তুলেন ১০ রান করে। সেখান থেকে দলের চাপ সামাল দেন করিম জানাত ও নজিবুল্লাহ জাদরান। করিম ১৫ রান করে ফিরে যাওয়ার পর জাদরান আউট হন ব্যক্তিগত ২২ রানে।
এরপর বড় জুটি গড়েন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। শেষ দিকে পাকিস্তানের বোলারদের তুলোধুনো করতে থাকেন নবি ও গুলবাদিন। তাদের জুটি থেকে আসে ৭১ রান। নবি ৩২ বলে ৩৫ ও গুলবাদিন ২৫ বলে ৩৫ রান করেন। নবির ইনিংসে ছিল ৫টি চারের মার। গুলবাদিন ৪টি চারের পাশাপাশি একটি ছয়ও হাঁকান তার ইনিংসে।
পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ খরচায় দুই উইকেট নেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি ও শাদাব খান।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আসগর আফগান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভীন উল হক ও মুজিব উর রহমান।