বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আবু তালেব মাষ্টার (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
(২৮ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার টাটকপুর ভাটার সেলিমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব মাষ্টার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের খয়েরপাড়া এলাকার মৃত সলিমুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত জানান, ‘নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বিরামপুর বাজারে যাবার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বাসটি ফুলবাড়ি থেকে জব্দ করা হয়েছে।