সৌদি আরবের অন্যতম পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (সাবিক) কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাজ্যে অবস্থিত নিজেদের টিসাইড পাওয়ার প্ল্যান্টে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মূলত কার্বন নিঃসরণের হার ৬০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে এই বড় অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে টিসাইড পাওয়ার প্ল্যান্টটি হবে বিশ্বের অন্যতম কম কার্বন নিঃসরণকারী প্ল্যান্ট।
এদিকে বিশাল এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এমন উদ্যোগ যুক্তরাজ্যের অন্যান্য কেমিক্যাল উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রিন টেকনোলজি ব্যবহারে উদ্বুদ্ধ করবে।
নতুন এই বিনিয়োগের ফলে টিসাইড প্ল্যান্টে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
আগামী মাসে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জলবায়ুবিষয়ক কপ-২৬ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। এই সম্মেলনের আগমুহূর্তে কার্বন নিঃসরণ কমাতে এই বিশাল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি প্রতিষ্ঠান সাবিক। কপ-২৬ সম্মেলনে ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ওই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমানোর বিষয়ে আলোচনা হবে। কার্বণ নিঃসরণ কমাতে কী ধরনের পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে করণীয় নির্ধারণে আলোচনা করবেন বিশ্বনেতারা।