সরকার পতনের এক দফা দাবিতে গণআন্দোলনের প্রস্তুতি নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদলের মানববন্ধনে একথা বলেন তিনি। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় রাজনৈতিকভাবে কাউকে হেনস্তা না করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবিও জানান নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আমাদের জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। গণতান্ত্রিক আন্দোলন করতে হবে। এ কারণে আমাদের আরও শক্তিশালী হতে হবে। নিজেদের মধ্যে কোনো গ্রুপিং বা ভুল বোঝাবুঝি রাখা যাবে না। তিনি আরও বলেন, নেতা হওয়ার জন্য কোনো প্রতিযোগিতা করা যাবে না। সরকার পরিবর্তন নির্বাচনের মাধ্যমেই হতে হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই।