রাজশাহীতে ট্রেনের সঙ্গে মাছবাহী নসিমনের সংঘর্ষ হয়েছে। এতে তিন জেলে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। (২৮ অক্টোবর) বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চারঘাট উপজেলার সলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় রেললাইনের পাশের একটি বিল থেকে মাছবাহী একটি নসিমন চারঘাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসে টঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন। এসময় ট্রেন দেখার পরও রেললাইনের ওপর উঠে পড়ে নসিমন।
এতে রেললাইনের সঙ্গে নসিমনের চাকা আটকে গেলে নসিমনে থাকা সকলে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। এসময় ট্রেনটি নসিমনকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্বে ছাড়ে।