টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে (২৮ অক্টোবর) বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।ইনজুরি শঙ্কা থাকলেও এ ম্যাচে খেলছেন অজি পেসার মিচেল স্টার্ক। দু’দলই আগের ম্যাচের একাদশ নিয়ে নামছে এ ম্যাচে। মহেশ থিকসানাও সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা দলে।
দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের শুরুটা হয়েছে দুর্দান্ত। জয়ের সে ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চায় অজিরা। ওয়ানডে বিশ্বকাপের ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে বড় দুর্ভাগা তারা। এখনও বিশ্বকাপে একবারও যে শিরোপা পায়নি দল। এবার সে মিশনে সুপার টুয়েলভে ভালোই এগোচ্ছে অজি শিবির। দ্বিতীয় ম্যাচে অ্যারন ফিঞ্চদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে লঙ্কানদেরও। তাই সতর্ক হয়েই পা ফেলতে চান অ্যারন ফিঞ্চ বাহিনী।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের। ব্যাটে একেবারেই রান পাচ্ছেন না তিনি। যে কারণে তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে বিস্তর। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন ওয়ার্নার। সময় মতো ঠিকই তার ব্যাট জ্বলে উঠবে বলে বিশ্বাস তার। এ সম্পর্কে এই অজি ক্রিকেটার বলেন, সময়টা ভালো যাচ্ছে না আমার। জানি অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করছে। তবে আশা করছি দ্রুতই সব সমালোচনার জবাব দিতে পারব। আপাাতত শ্রীলঙ্কা ম্যাচ নিয়েই ভাবছি। লঙ্কানদের হারাতে পারলে আমরা সেমির পথে আরও এগিয়ে যেতে পারব।
ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। দুবাইয়ে আইসিসি একাডেমিতে ব্যাটিংয়ের সময় আবারো জেকে বসেছে পুরনো ইনজুরি। বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ে ৬ মাস মাঠের বাইরে ছিলেন মিচেল স্টার্ক। এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করেছে। অজিরা শক্ত প্রতিপক্ষ হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লঙ্কানরা। গেল ম্যাচে লিটনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে জরিমানা গুনেছেন লাহিরু কুমারা।
শ্রীলঙ্কা একাদশ
কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকসানা।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।