শুরুতেই দুই ওপেনার লিটন আর নাঈমকে হারায় বাংলাদেশ। সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এর মাঝে রানের গতিও কমে যায়।এরপর সাকিব ফিরে গেলে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।
পাওয়ার প্লে-তে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৪২ রান। ক্রিকেজ অপরাজিত আছেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ২৫ আর রিয়াদ ১২ রান নিয়ে খেলছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ইতিবাচক হয়নি বাংলাদেশের। ব্যক্তিগত ৯ রান করে বিদায় নেন লিটন দাস। মঈন আলীর বলে লিভিংস্টোনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়েনে ফেরনে তিনি। এরপর নাঈম শেখও একই পথে হাঁটেন। তিনি ফিরে যান ৫ রান করে।
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে ইংল্যান্ড।
ব্যাক ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গিয়েছেন পেসার সাইফউদ্দিন। তার বদলি হিসেবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন শরিফুল।
বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। ইংল্যান্ড র্যাংকিংয়ের শীর্ষ দল। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ চায় ভালো কিছু করতে।
ইংল্যান্ড দল অনেকটাই নির্ভার। উইন্ডিজের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন। আর মারকুটে সব ব্যাটসম্যান। এরপরও বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম মোকাবিলায় সতর্ক তারাও।