সিনোফার্মের আরও দুই লাখ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে চীন থেকে ।রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মঙ্গলবার বিকালে ঢাকার হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাল ৪টা ১০মিনিটে এয়ারপোর্টে চীনের সিনোফার্মের দুই লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন।