চীনে নতুন করে করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আবারও নতুন নতুন এলাকায় করোনা মহামারি ছড়িয়ে পড়ছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র উ লিয়াংইউ রোববার( ২৪ অক্টোবর) জানান, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে আবারও এই প্রাদুর্ভাব দেখা দিচ্ছে।
তিনি আরও জানান, ১৭ অক্টোবর থেকে এক সপ্তাহের মধ্যেই চীনের ১১টি প্রদেশে আবারও করোনা ছড়িয়ে পড়েছে। যারা আক্রান্ত হয়েছেন তাদের অনেকেরই এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণের ইতিহাস আছে বলে জানিয়েছেন তিনি।
দ্রুত এই এলাকাগুলোতে জরুরি অবস্থা জারীর পরামর্শ দিয়েছেন উ লিউং ইউ। এদিকে চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও মিন জানান, চীনের প্রদেশ গানশু’র রাজধানী লানঝাওসহ বেশ কয়েকটি শহরে গণপরিবহন বিশেষ করে বাস এবং ট্যাক্সি যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার (২৩ অক্টোবর) দেশটিতে ২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
চীনের সংবাদ মাধ্যম বেইজিং ডেইলি জানায়, পরিস্থিতি বিবেচনা করে ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়েছে। ম্যারাথনটি ৩১ অক্টোবর হওয়া কথা ছিল। এছাড়া যে সব এলাকায় করোনা শনাক্ত হচ্ছে সেই এলাকাগুলো থেকে রাজধানীতে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুধু তাই নয় চীনের রাজধানী বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার জানায়, বেইজিংয়ের বৈজ্ঞানিক গবেষণার জন্য বিখ্যাত হাইডিয়ান, পাং শিং হাওসহ তিন জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে রোববার পর্যন্ত বেইজিংয়ে ৫ জন করোনার রোগী শনাক্ত হয়েছে।