মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:১২ অপরাহ্ন

বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি, বাংলাদেশ টিম টাইগার্সের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৫ Time View

সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে রোববার (২৪ অক্টোবর) তেমনটিই ঘটল। কথায় আছে, ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’।লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু করল লাল-সবুজ বাহিনী।

এদিন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার ওপেনার লিটন দাস। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। অথচ গল্পটা অন্যরকমও হতে পারত।

ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও এদিন স্বপ্নের মতো শুরু পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই কুশাল পেরেরাকে ফেরান নাসুম আহমেদ। যেন আস্থার প্রতিদান দিলেন তিনি। গ্রুপপর্বে একাদশে ঠাঁই পাননি। তবে কন্ডিশন বিবেচনায় মূলপর্বের প্রথম ম্যাচেই তাকে সুযোগ দেওয়া হয় দলে। এসেই বাজিমাত সুনামগঞ্জের হাওড়ের এই ছেলের। ফেরান লঙ্কান উদ্বোধনী ব্যাটার কুশাল পেরেরাকে। আউট হওয়ার আগে ৩ বলে ১ রান করেছেন কুশাল।

কুশাল পেরেরা ফেরার পর তিন নম্বরে ব্যাট করতে আসেন বাঁ-হাতি চরিত আসালাঙ্কা। প্রথম ওভারেই ব্রেকথ্রু এনে দেওয়ার পর ইনিংসের তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন নাসুম। তবে এবার দুঃস্বপ্নের মতোই কাটল তার। দুই ছয়ে দিয়েছেন ১৬ রান। আর এই ওভারের পরই হাত খুলে খেলা শুরু করে লঙ্কান ব্যাটাররা।

শেষ পর্যন্ত পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে দাসুন শানাকার দল। পাওয়ার প্লেতে বাংলাদেশের তুলনায় বেশ খানিকটা এগিয়ে থাকল লঙ্কানরা। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ৪১ রান।

নিসাঙ্কা-আসালাঙ্কার জুটি চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। এমন সময়ই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বল হাতে এগিয়ে এলেন। ভাঙেন মূল্যবান জুটি। স্বস্তিতে ফেরালেন দলকে। আর এই উইকেটের মধ্য দিয়ে এখন টি-টোয়েন্টির বিশ্ব আসরে শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে গিয়ে বাংলাদেশ অলরাউন্ডারের উইকেটসংখ্যা এখন ৪১। এদিন নিজের দ্বিতীয় ওভারে প্রথমে নিসাঙ্কাকে বোল্ড করার পর ফেরান আভিস্কা ফার্নান্দোকেও।

সাকিবের জোড়া আঘাতের পর উইকেটের দেখা পেলেন সাইফউদ্দিনও। অফস্টাম্পে স্লোয়ার বল, ওয়ানিন্দু হাসারাঙ্গা সেটা তুলে দেন আকাশে। বাউন্ডারি থেকে ছুটে এসে ক্যাচটা নিতে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি নাঈমকে। সাকিব মোমেন্টাম এনে দিয়েছিলেন, সাইফউদ্দিনে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ। ৭৯ রানে চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

সাকিব-সাইফউদ্দিনের পর আরেকবার উদযাপনের সুযোগ এসেছিল বাংলাদেশের। বোলিংয়ে ছিলেন আফিফ হোসেন। রাজাপাকসের উইকেটটা পেয়ে যেতে পারতেন আফিফ, তবে ডিপ স্কয়ার লেগে মোটামুটি সহজ ক্যাচ ফেলে দিয়েছেন লিটন। শুধু সেটাই না, ক্যাচ ছাড়ার বলে হয়েছে চারও।

আফিফের এ ওভারেই ফিফটি পূর্ণ হয়ে গেছে আসালাঙ্কারও। কুশাল পেরেরাকে দ্রুত হারিয়ে ফেললেও শ্রীলঙ্কাকে বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছেন তিনি। পাওয়ার প্লেতে ১৮ বল খেলে করেছেন ৩২ রান, এ টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়া আসালাঙ্কা এরপর ১৮ রান করতে খরচ করেছেন ১৪ বল।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল ছিল লঙ্কানদের। এমন মুহূর্তে রাজাপাকসের ক্যাচ মিস করে যেন ম্যাচে নিজেদের সম্ভাবনাই আরও কমিয়ে দিলেন লিটন। ধারাভাষ্যকারদের মুখেও শোনা গেল তেমনি অভিব্যক্তি।

আফিফের পর মুস্তাফিজের করা ১৫ তম ওভারে আবারো ক্যাচ মিস করলেন লিটন। তবে আগেরবার রাজাপাকসেকে জীবন দেওয়ার পর এবার দিলেন আসালাঙ্কাকে। এক ইনিংসে দুই দুইটি ক্যাচ ছাড়ার নজির গড়লেন তিনি।

বাজে বোলিং-ফিল্ডিংয়ের মহড়ায় শেষ পর্যন্ত হারই সঙ্গী বাংলাদেশের। অন্যদিকে, জীবন পাওয়া লঙ্কান ব্যাটার আসালাঙ্কা ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। নাসুমকে চার মেরে জয় নিশ্চিত করেছেন তিনি, ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকলেন শেষ পর্যন্ত। শ্রীলঙ্কা ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে ৭ বল বাকি থাকতেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com