আগুন লেগেছে ব্রিটিশ কলোম্বিয়া উপকূলে খনিজ রাসায়নিক বহনকারী একটি কার্গো জাহাজের কন্টেইনারে।
কানাডীয় কোস্টগার্ড বলছে, পরিবেশগত ঝুঁকি এড়াতে ও পরিস্থিতি মূল্যায়ন করতে তারা মার্কিন উপকূলরক্ষীদের সঙ্গে কাজ করছেন।
শনিবার এক বিবৃতিতে কানাডীয় কোস্টগার্ড এমন দাবি করেছে। বর্তমানে দশটি কন্টেইনারে আগুন জ্বলছে। আগুন ক্রমাগত ছড়িয়ে পড়লেও জাহাজটিতে এখন পর্যন্ত তা স্পর্শ করেনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমভি জিম কিংস্টন নামের জাহাজটি থেকে ১৬ ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আর আগুন নেভাতে সহায়তা করতে পাঁচ ক্রু কার্গোতে রয়ে গেছেন।
কানাডীয় উপকূল রক্ষীরা জানান, জাহাজ থেকে পানিতে পড়ে যাওয়া চল্লিশটি কন্টেইনার শনাক্ত করতে আমরা মার্কিন কোস্টগার্ডের সঙ্গে কাজ করছি। এগুলো নাবিকদের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে।
এলাকাটি এড়িয়ে চলতে নাবিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তীরের লোকদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
পরিস্থিতি অব্যাহত পর্যবেক্ষণ করা হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড সদস্যরা। ভিডিওর বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাহাজের ডেক থেকে আগুন সাগরের পানিতেও নেমে এসেছে।
শুক্রবার জিম কিংস্টান জানিয়েছিল, জোয়ান ডি ফোকা প্রণালীর পশ্চিমে এটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। এটি খুবই উদ্বেগের। জাহাজ ও কন্টেইনারগুলো ভিক্টোরিয়ার খুব কাছাকাছি। আজ রাতে বড় ধরনের ঝড়ের আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছে।