শুক্রবার (২২ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে মাত্র ৪৪ রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ফেলে ডাচরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে নেদারল্যান্ডসকে কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি শ্রীলঙ্কা। ২ রানে ম্যাক্স ও’দাউদ রানআউটের শিকার হলে দ্রুত বাকি ব্যাটাররা বিদায় নিতে থাকেন। আরেক ওপেনার স্টেফান মাইবার্গ করেন মাত্র ৫ রান। ডাচদের হয়ে মাত্র একজন ব্যাটার পেরিয়েছেন দশের ঘর। ৯ বলে ১১ রান করেন কলিন অ্যাকারম্যান।
বলতে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। তাদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল বেন কুপারের, ৮ বলে ৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট পান হাসারাঙ্গা ও লাহিরু। থিকশানা এক ওভারে ৩ রান দিয়ে নেন ২ উইকেট।
শ্রীলঙ্কার অধিনায়ক কুশাপ পেরেরা আনুষ্ঠানিকতার এ ম্যাচে এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ।দুই ম্যাচ শেষেই নেদারল্যান্ডস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলেও এ ম্যাচে জয় দিয়ে মূল পর্বের আগে নিজেদের আরও চাঙ্গা করে নেওয়ার সুযোগ থাকছে শ্রীলঙ্কার সামনে, অন্যদিকে বিদায় হয়ে গেলেও নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে এ ম্যাচে হারিয়ে দিতে পারলে এটা তাদের জন্য দারুণ কিছু হতে পারে। এবারের আসরের প্রথম পর্বে দুই ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি তারা। অন্যদিকে শ্রীলঙ্কা জয় পেয়েছে দুটি ম্যাচেই।
নেদারল্যান্ডস একাদশ
ম্যাক্স ও’দাউদ, স্টেফান মাইবার্গ, বেন কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডে লিড, স্কট এডওয়ার্ডস, ফন ডার মারউই, পিটার সিলার, ফ্রেড ক্লাসেন, পল মেকেরান ও ব্রেন্ডন গ্লোবার।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশাপ পেরেরা, চারিথ আসালাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহেশ থিকশানা ও লাহিরু কুমারা।