কয়েকটি উন্নত দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক নথি পাল্টে দিতে জাতিসংঘের কাছে তদবির করছে বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।
জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে। সেখানকারই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এতে করে সম্মেলন ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্ব ধুঁকছে। আর এই প্রভাবের মারাত্মক শিকার অনুন্নত দেশগুলো। বিভিন্ন সভা, সেমিনার কিংবা গবেষণায় এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হচ্ছে উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণকেই।
গেলো কয়েকবছরে বিশ্বব্যাপী যেমন বেড়েছে তাপমাত্রা তেমনি বেড়েছে ঝড়, বৃষ্টি, বন্যা। যেসব দেশে কখনও বন্যা হয়নি সেইসব অঞ্চলেও এখন বন্যা দেখা দিচ্ছে।
এমন নাজুক পরিস্থিতিতেই নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন। ভবিষ্যতের করণীয় ঠিক করতে বসবেন বিশ্বনেতারা।
কিন্তু এই সম্মেলন হওয়ার আগেই বোমা ফাটালো ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তাদের দাবি, সম্মেলনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাল্টানোর চেষ্টা করছে বিশ্ব মোড়লরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, জাপান ও অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ জাতিসংঘের কাছে তদবির করেছে। কারণ তারা নিজেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখেনি।
কার্বন নিঃসরণ ও উষ্ণতা বৃদ্ধিতে এ দেশগুলোর নেতিবাচক ভূমিকা রেখেছে। দেশগুলো জলবায়ু সংকটে ভোগা ক্ষতিগ্রস্ত দেশগুলোকেও ক্ষতিপূরণের অর্থ কম দিতেই এই তদবির চলছে।
আর এই ঘটনা ফাঁস হওয়ায় জলবায়ু সম্মেলন কপ টুয়েন্টিসিক্সের সফলতাকে প্রশ্নবিদ্ধ করছে। বিবিসির তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈজ্ঞানিক পদ্ধতি বের করতে জাতিসংঘের একদল বিজ্ঞানী একটি প্রতিবেদন তৈরি করছেন।
দলটির কাছে এরইমধ্যে বিভিন্ন দেশের সরকার, কোস্পানি ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ হতে ৩২ হাজারেরও বেশি প্রতিবেদন জমা পড়েছে।