বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পবিত্র কুরআন শরীফের অবমাননা, এবং হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ, তাদের পূজামণ্ডপে আক্রমণের মতো ন্যক্কারজনক কাজ করেছে আ.লীগ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন ।
এসময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব! বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আপনারা ম্লান করেছেন। এখানে কোনো সম্প্রদায় বলতে কোনো বিভেদ ছিল না, এ বিভেদ যেমন করেছেন রাজনীতিতে, দলে দলে বিভাজন-বিভেদ তৈরি করেছেন, এখন সম্প্রদায়ে সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করেছেন। এ আওয়ামী লীগ যুগ যুগ ধরে জনগণের মধ্যে বিভেদ বিভ্রান্তি তৈরির এক কারখানা হিসেবে তারা কাজ করেছেন।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আপনাদের ক্ষমতার আমলে নিজেদের সেক্যুলার দাবি করেন, আর আপনাদের নেতৃত্বেই এই সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে আপনি দেশে রক্তপাতের সৃষ্টি করছেন। কিন্তু আজকে যে সমস্ত অনুসন্ধানী রিপোর্ট গণমাধ্যম করছে, বিভিন্ন পত্রপত্রিকা করছে, তার প্রত্যেকটাতেই আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগের নাম বেরিয়ে আসছে।’
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার বিষয়ে রিজভী বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতায় আওয়ামী লীগের নাম আড়াল করতে বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে মামলা দেয়া হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তার নামে মামলা দেওয়া হলো। নোয়াখালী থেকে গ্রেপ্তার করলেন যুবদলের নেতাদের। মানে এটাকে ঢাকার জন্য। কিন্তু গর্ত খুঁড়ে কেঁচো বের করতে গিয়ে সাপ বেরিয়ে আসছে। আমি সেজন্যই বলেছি সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে নিজেদের সব ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিন্তু এ দানব যে আপনাদেরও ঘাড় মটকে দেবে এটা আপনারা এখনও টের পাচ্ছেন না।’
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু উপস্থিত ছিলেন।