মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:১৬ অপরাহ্ন

বন্যার আশঙ্কা, বিপৎসীমার ওপর তিস্তার পানি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১১ Time View

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

(২০ অক্টোবর) বুধবার সকাল ৬টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। নদী তীরবর্তী দ্বীপচর ও নিচু এলাকায় সকাল থেকে পানি ঢুকে পড়েছে । তলিয়ে গেছে এসব এলাকার রোপণকৃত ধান, আগাম আলু, শাকসবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

এদিকে, তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষজন।

আশঙ্কা করা হচ্ছে, পানি ভাটিতে নেমে আসতে একটু সময় লাগলেও বন্যার কবলে পড়বে লালমনিরহাটের ৪ উপজেলার কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার পরিবার।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, আমরা খোঁজখবর রাখছি। যেকোনো পরিস্থিতি সামলে নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Jagoroni TV
Theme Dwonload From ThemesBazar.Com